রবিবার, ১৪ মে, ২০১৭

মা

এই পৃথিবীতে সবার একটা করে মা আছে। ঐ দেবদারু গাছ, উঁইপোকা, কিংবা আমার- সবারই আছে। এই সম্পর্কটাকে স্রষ্টার দান কিংবা বিবর্তনের ফল, যেভাবে যে বলুক, সেটা একটা ভালোবাসার সম্পর্ক।

আজ নিউট্রিশন ক্লাসে লেকচার ছিল প্রেগন্যান্সি নিয়ে। অদ্ভুত একটা ব্যাপার জেনে বেশ খানিকক্ষণ থমকে ছিলাম। স্তন্যপায়ী প্রাণীর দুধে ক্যালসিয়াম থাকে, সেটা এখন সবে জানে। মায়ের দুধেও ক্যালসিয়াম থাকে নিশ্চয়ই। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মায়েরা তো সেই পরিমাণে ক্যালসিয়াম যুক্ত খাবার পান না, তবে ক্যালসিয়াম আসে কোত্থেকে? উত্তরটা চমকে যাবার মত। হাড্ডির একটা মূল উপাদান ক্যালসিয়াম, জানি সবে। মায়ের হাড্ডির কোষগুলো ভেঙ্গে ক্যালসিয়াম যায় দুগ্ধগ্রন্থিতে, সেই থেকে বাচ্চার ক্যালসিয়ামের প্রয়োজন মেটে। একজন মা যখন ক্যালসিয়াম পাচ্ছেন না ডায়েটে, তখন তাঁর হাড্ডি ভেঙ্গে (আক্ষরিক অর্থেই) আমরা বেঁচে থাকি? 

আমার মায়ের জন্য ভালোবাসা। সকল মায়ের প্রতি ভালোবাসা। 
এবং শ্রদ্ধা (আজকাল এর বড় অভাব)।

1 টি মন্তব্য: