বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ, রঙিন করে

আমার অসম্ভব প্রিয় রজনীতিবিদ এবং ব্যাক্তিত্ব হল বঙ্গবন্ধু। এবং তাঁর নাম আসলে সবার আগে স্বাধিনতা, আর সাতই মার্চের ভাষণ।

ভাষণটা বহু বহুবার পড়েছি, অডিও শুনেছি। সরকারের আইসিটি ডিভিশন এবং প্রতিমন্ত্রী Zunaid Ahmed Palak এর কল্যাণে এমন অসাধারন কিছু পেলাম!
পুরো ভিডিওটাকে অনেক যত্নে এডিটিং করা, এবং রঙ্গিন করা। মনে হয় এই সেদিনের ভিডিও, দামী ক্যামেরায়।
অসাধারন একটা ডকুমেন্ট!

আরেকজন মানুষ এই ডকুমেন্টের জন্য আজীবন কৃতজ্ঞতা পাবেন। তখনকার ফিল্ম ডিভিশনের সহকারী ক্যামেরাম্যান আমজাদ আলী খন্দকার। তিনি ওটা ভিডিও করেন। সেটাকে এফডিসি থেকে বিভিন্ন ছদ্মনাম ব্যাবহার করে সেটাকে ফিল্মে আনেন। এবং মুক্তিযুদ্ধ শুরু হবার পর এই ভিডিও সহ বঙ্গবন্ধুর যত ভিডিও ছিল সেগুলো সচিবালয় থেকে একটি ট্রাংকে করে বের করে আনেন! মুক্তিযুদ্ধচলাকালীন সময়ে! এবং সেটা ভারতে নেয়ার আগ পর্যন্ত ছিল বিভিন্ন বাড়িতে!
তাদেরকে কৃতজ্ঞতা জানাই!
"বীর বাঙ্গালী অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো", "জয় বাংলা"- স্লোগান দুটো হল এই ডকুমেন্টের সবচেয়ে স্পর্শকাতর অংশ।
জয় বাংলা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন