মুহম্মদ জাফর ইকবাল যেভাবে লিখেন, তাতে সবাই মুগ্ধ হয়। তার বর্ণনাভঙ্গী, কিংবা বচনভঙ্গী আমাদের সবার অসম্ভব ভাল লাগে। তেমনই ছিল বইটা। খুব মজার একটা বই ছিল এই মেকু কাহিনী। প্রতিটা বাক্য সুন্দর, এবং একদম পিচ্চি থেকে বড় যে কেউই এই শিশুতোষ বই পছন্দ করবে।
এটা নিয়ে একটা এনিমেশন মুভি হয়েছে। নামে মেকু কাহিনী, এবং সে গল্প থেকে করা হলেও অন্যান্য বিরক্তিকর মুভির মত মুভি। খুব আগ্রহ নিয়ে দেখতে বসে মনে হল, এর কোন প্রয়োজন নেই। গল্পের চৌম্বক জায়গাগুলো নেই, নেই সেই ভাষাটার সাবলীলতাও। আশাহত হয়েছি। খুব বেশিই আশাহত হয়েছি।
তবু বাংলায় একটা কার্টুন মুভি দেখতে ভাল লাগবে বলেই জোর করে দেখলাম। তবু মাঝে মাঝে হাসির দমকে ফেটে পরতেই হয়, কারন লেখাটা যে সবার প্রিয় মুহম্মদ জাফর ইকবালের!
এটা নিয়ে একটা এনিমেশন মুভি হয়েছে। নামে মেকু কাহিনী, এবং সে গল্প থেকে করা হলেও অন্যান্য বিরক্তিকর মুভির মত মুভি। খুব আগ্রহ নিয়ে দেখতে বসে মনে হল, এর কোন প্রয়োজন নেই। গল্পের চৌম্বক জায়গাগুলো নেই, নেই সেই ভাষাটার সাবলীলতাও। আশাহত হয়েছি। খুব বেশিই আশাহত হয়েছি।
তবু বাংলায় একটা কার্টুন মুভি দেখতে ভাল লাগবে বলেই জোর করে দেখলাম। তবু মাঝে মাঝে হাসির দমকে ফেটে পরতেই হয়, কারন লেখাটা যে সবার প্রিয় মুহম্মদ জাফর ইকবালের!
পুরো মুভিটা আছে এখানে। এবং এমন সব মুভি বানাতে থাকলে একসময় নিশ্চয়ই একদিন ভাল কার্টুন মুভিও আমরা দেখতে পাব এদেশে।
ডাউনলোড করা যাবে এখান থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন