রবিবার, ৭ আগস্ট, ২০১৬

গেছিরে!


-নাকে আবার কী হল? রক্ত ঝড়ছে যে!
-মেরেছে।
-তা তো দেখতেই পাচ্ছি। তা মারলটা  কে?
-একটা মেয়ে!
-গোলমেলে। করেছটা কী?
-আমারও তাই প্রশ্ন।
-ব্যাপারটা কী? তুমি করোনি কিছু?
-আমার তো তাইই ধারনা।
-তবে এমনিতেই মেরে দিল?
-সুযোগ পেয়েছে।
-তবে রে! কিছু করোনি? এসে মেরে দিল?

-না হাঁটছিলাম পাশাপাশি।
_সেরেছে! নিশ্চয়ই হুমড়ি খেয়ে পড়েছ?
-ষাট ষাট! ও কি কথা! আমি অমন নাকি?
-নইলে ভদ্র হয়ে বসে থাকলে মারে নাকি?
-বলেছি কি বসেছিলাম? আমি তো হাঁটছিলাম।
-বুঝেছি। চেনো মেয়েটাকে?
-চিনবনা কেন? আলবৎ চিনি।
-আগে থেকে চিনতে, না মার খেয়ে চিনেছ?
-আগে চিনতাম একরকম। মার খেয়ে বুঝলাম...
-থামলে যে!
-ডাইনি!
-বাব্বাহ! অপরাধ না করলে এসে মেরে দেয় নাকি?
-অপরাধ কই করলাম?
-তবে মারলই বা কই?
-এই যে নাকে! এখনো রক্ত ঝড়ছে।
-নিশ্চয়ই বুলি ছুড়েছ। নইলে অমন ধোলাই কেন দিবে?
-ধোলাই কোথায়? শুধু এক ঘুষি।
-ঘুষিটা বেজায় পাকা ছিল বুঝি?
-তা বৈকি।
-দাবী করছ কিচ্ছুই বলোনি?
-তা বললাম কখন?
-এখন বাবু বলো তো, বলেছটা কী?
-শুধু বলেছি "ভালোবাসি!"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন