সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

'বিদায়' বোলো না

একটা অনুভূতি দিয়ে শুরু, সেটা রূপ নিল আশায়। আশাটা একটা ভাবনায় রূপ নিল, এরপর একটা শব্দে পরিণত হল। এবং শব্দটা যখন অনেক গাঢ় হল, তখন সেটা কান্নায় রূপ নিল। তুমি যখনই আমাকে ডাকবে, আমি ফিরে আসব। 'বিদায়' বলার কিছু নেই।


সবকিছু বদলে যাচ্ছে মান এই না যে আগে কখনো এমন ছিল না। তুমি যা করতে পারো, তা হচ্ছে খুঁজে দেখো, কে তোমার বন্ধু!
যেহেতু তুমি একটা ঝড়ের সামনে দাঁড়িয়ে। আঁধারে একটা তারাকে খুঁজে নাও, এবং আলোর পেছনে ছোট! এগুলো সব যখন শেষ হবে, তখন তুমি ফিরে আসবেই! 'বিদায়' বলার কিছু নেই। তুমি ফিরে আসবেই, বিদায় বলো না।

এখন আবার আমরা শুরুতে ফিরে গেলাম, যেখানে এটা শুধুই একটা অনুভূতি, এবং এখনো কেউই এটা জানেনা!
যেহেতু তারাও এটা এভাবে অনুভব করতে পারেনা, তার মানে এই না যে তোমাকে ভুলে যেতে হবে সবকিছু।
তোমার সুন্দর স্মৃতিগুলোকে জেঁকে বসতে দাও। গভীরভাবে, যেন সেগুলো তোমার চোখের সামনেই ভেসে ওঠে।

তারা যখন তোমাকে আবার খুঁজবে, তখন তুমি ফিরে আসবেই। ফিরে আসবে, তাই 'বিদায়' বলা অযথা! যখন তোমাকে খুঁজবে, তুমি আবার ফিরবে।
বিদায় বলো না। 


একটা গানের কথা। একসময়ে খুব শুনতাম গানটা। প্রতিটা বাক্য ছিল ছুঁয়ে দেখার মত। নারিনা মুভির 'No need to say goodbye' গানটা।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন