রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

মেকু কাহিনীঃ একটা বই এবং একটা ছবি

মুহম্মদ জাফর ইকবাল যেভাবে লিখেন, তাতে সবাই মুগ্ধ হয়। তার বর্ণনাভঙ্গী, কিংবা বচনভঙ্গী আমাদের সবার অসম্ভব ভাল লাগে। তেমনই ছিল বইটা। খুব মজার একটা বই ছিল এই মেকু কাহিনী। প্রতিটা বাক্য সুন্দর, এবং একদম পিচ্চি থেকে বড় যে কেউই এই শিশুতোষ বই পছন্দ করবে।

এটা নিয়ে একটা এনিমেশন মুভি হয়েছে। নামে মেকু কাহিনী, এবং সে গল্প থেকে করা হলেও অন্যান্য বিরক্তিকর মুভির মত মুভি। খুব আগ্রহ নিয়ে দেখতে বসে মনে হল, এর কোন প্রয়োজন নেই। গল্পের চৌম্বক জায়গাগুলো নেই, নেই সেই ভাষাটার সাবলীলতাও। আশাহত হয়েছি। খুব বেশিই আশাহত হয়েছি।



সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

'বিদায়' বোলো না

একটা অনুভূতি দিয়ে শুরু, সেটা রূপ নিল আশায়। আশাটা একটা ভাবনায় রূপ নিল, এরপর একটা শব্দে পরিণত হল। এবং শব্দটা যখন অনেক গাঢ় হল, তখন সেটা কান্নায় রূপ নিল। তুমি যখনই আমাকে ডাকবে, আমি ফিরে আসব। 'বিদায়' বলার কিছু নেই।

বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

সুপারস্টার ইটা ক্যারিণী এবং আমাদের রুবাব খান


ইটা ক্যারিনী আর তার জমজ বোনদের গল্প এখন সবাই জানি। ইটা ক্যারিনী হল ক্যারিনা মন্ডলীর একদম অনুজ্জল একটা তারা। খালি চোখে তো দেখা যাবেই না, মোটামুটি ভাল মানের টেলিস্কোপ দিয়ে দেখা যাবে। তাহলে একে নিয়ে সবার এত আগ্রহ কেন? আমাদের আকাশগঙ্গা ছায়াপথে একটামাত্র সুপারস্টার আছে। সেটা হল ইটা ক্যারিনী। গল্পের সুপারস্টার নয়, সত্যিকারের একমাত্র সুপারস্টার। এর ভর অনেক বেশি, হাজার গ্রহকে ধরে রাখতে পারবে এমন।