আমার কথা


জন্মেছি যখন, তখন বেশ ছোট ছিলাম। দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেলাম। আমাকে এক পলক দেখলে পুরোটা পড়ে ফেলা যায়। তবু না দেখা মানুষদের জন্য-
*       ডাকনামঃ ওমর
*       জন্মঃ ২৩ মে
*       শৈশবঃ খুলনা শহর
*       বাল্যকাল-কৈশোরঃ ঢাকা
*       ছেলেবেলার শখঃ বই পড়া
*       শখঃ বই পড়া
*       সাধঃ বড় হওয়া
*       সাধনাঃ বড় হওয়া
*       ভালো লাগেঃ তারা দেখতে
*       পারিঃ বিজ্ঞান গবেষণা
*       সবচেয়ে অভিজ্ঞঃ তারা দেখায়
*       জঘন্য লাগেঃ মিথ্যুকদের
*       পছন্দের গানঃ সব রবীন্দ্রসঙ্গীত
*       মুগ্ধ করেঃ আবেগের লেখা
*       বড় হয়ে হবঃ রাজনীতিবিদ
*       মধ্য বয়সের আগে থাকবঃ গবেষক, শিক্ষক
*       আজকাল যা করিঃ গল্প লিখি
*       পাল্যপ্রাণীঃ স্ট্যালিন, জার (বেড়াল)
*       ভয় পাইঃ চোর ডাকাত
*       সহ্য ক্ষমতাঃ অনেক (তবে অসীম নয়)
*       বিরক্ত লাগেঃ স্বার্থপরদের

1 টি মন্তব্য: