সোমবার, ১৮ মে, ২০১৫

ধ্রুব, সে কি পাইয়ের মতই ধ্রুব?


উত্তর মেরুর (north pole) দিকে তাকালেই আমরা পাই একটা তারা। ধ্রুবতারা। ওর অবস্থান সবসময়ই ধ্রুব। ‘পাই’ এর ব্যাপারে গল্প আছে, সে তার শারিরিক শিক্ষককে তিনমাস পর বিদেয় করে দিয়েছিল একটুও মোটাতাজা হতে না পেরে। ঠিক তেমনি আমাদের ধ্রুবতারা কত গাড়ি কোম্পানির নামে মামলা করেছে কে জানে?